Thursday, December 12, 2024

ধর্ষণের অভিযোগ: শাকিব প্রসঙ্গে মুখ খুললেন সেই নারী

গেল কয়েকদিনে ঢালিউডের সবচেয়ে আলোচিত ইস্যু চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ‘ধর্ষণে’র অভিযোগ। নির্মিতব্য ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্লাহর অভিযোগের পর এবার এই ইস্যুতে মুখ খুলেছেন সেই নারী।

দেশের একটি গণমাধ্যমকে সেই নারী বলেছেন, ‘বাংলাদেশে আমার প্রসঙ্গ টেনে আমার হয়ে যে অভিযোগ করা হয়েছে, সে সম্পর্কে আমি কিছুই জানি না। সিনেমাটি সম্পূর্ণ করা হবে কি না, তা নিয়েও আমরা কোনও সিদ্ধান্ত নিইনি। আর আমার ব্যক্তিগত ঘটনা নিয়ে যে সব কথা হচ্ছে, তার জন্য আমি কাউকে অনুমতি দিইনি। এমনকি এই প্রসঙ্গ নিয়ে যে পদক্ষেপ গ্রহণ করা হবে, তা-ও আমি জানতাম না। ২০১৬ সালের অভিযোগটি এখনও তদন্তাধীন। কী করব, তা ভবিষ্যতে বিবেচনা করব। এখন আমি এ সব নিয়ে ভাবছি না।’

বৃহস্পতিবার এই ইস্যুতে শাকিব সংবাদ সম্মেলন করে বলেছেন, ‘আমি জানি যে, অপরাধটা আমি করিনি, আমার সঙ্গে করা হয়েছে। অন্যায় আমি করিনি, আমার সঙ্গে করা হয়েছে। সেই শক্তি থেকেই আমার মনে হয়েছে, শুধু পর্দায় অন্যায়ের প্রতিবাদ করে যাবো, আর বাস্তব জীবনে করবো না, তা তো হয় না।’

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর