নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশনের (ইসি) তিন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এই তিন কর্মকর্তাকে ওএসডি করে নির্বাচন কমিশন সচিবালয়ে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. জাহাঙ্গীর হোসেন, সিলেট জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান এবং নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে নির্বাচন কমিশন সচিবালয়ে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে ইসি।