নিউজ ডেস্ক: কারাগার থেকে পালানো আরও দুই ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল। শনিবার (১১ সেপ্টেম্বর) তাদের আটক করা হয় বলে পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এর মধ্য দিয়ে পালানো ছয় ফিলিস্তিনির চারজনকে আটক করতে সক্ষম হলো ইসরায়েলি কর্তৃপক্ষ।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের নাজারেখ শহরের একটি আরব গ্রাম থেকে এই দুইজনকে আটক করা হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে একই এলাকা থেকে আরও দুইজনকে ধরতে সক্ষম হয় তারা।
এর আগে গত ৫ সেপ্টেম্বর ইসরায়েলের উত্তরাঞ্চলের অন্যতম সুরক্ষিত একটি কারাগার থেকে গোপন সুরঙ্গ ব্যবহার করে রাতের আঁধারে পালিয়ে যান ৬ ফিলিস্তিনি বন্দী। স্থানীয় সময় দিবাগত রাতে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।
কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি জানায়, ইসরায়েলের অন্যতম সুরক্ষিত কারাগার গিলবোয়া। সেখান থেকেই ওই ছয় ফিলিস্তিনি সুড়ঙ্গ খুঁড়ে দিবাগত রাত ৩টার দিকে পালিয়েছেন।
ধারণা করা হচ্ছে- গত কয়েক মাস ধরে সুরঙ্গ খুঁড়েছিলেন তারা। কারাগারের যে সেলটিতে অবস্থান করছিলেন, সেখানেই গোপন সুরঙ্গটি পাওয়া গেছে। কারাগারটির দেয়ালের ঠিক পাশেই বড় রাস্তা রয়েছে এবং সুরঙ্গের মাথাও ঠিক সেখানে গিয়ে ঠেকেছে।
Leave a Reply