বিবিসির খবরে জানানো হয়েছে, ১৯৮০-এর দশক থেকেই দ্রুত তাপমাত্রা বাড়ছে বিশ্বজুড়ে। ১৯৮০ থেকে ২০০৯ পর্যন্ত গড়ে প্রতি বছর ১৪ দিন ৫০ ডিগ্রির বেশি তাপমাত্রা দেখেছে বিশ্ব।
২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে এ সংখ্যা বেড়ে হয়েছে ২৬ দিন। ৪৫ ডিগ্রি সেলসিয়াসের হিসেবে প্রতি বছর এরকম অতিরিক্ত দুই সপ্তাহ দেখতে পাচ্ছে বিশ্ব। এ নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. ফ্রিয়েডরিক অটো বলেন, এই তাপমাত্রা বৃদ্ধির জন্য ১০০ ভাগ দায়ি জীবাশ্ম জ্বালানির ব্যবহার।
পৃথিবীর তাপমাত্রা যত বাড়বে এ ধরণের গরম দিনের সংখ্যাও বাড়তে থাকবে। উচ্চ তাপমাত্রা মানুষের জীবনে যেমন বিপন্ন করে, তেমনি প্রকৃতির জন্যেও তা ভয়াবহ হয়ে উঠতে পারে। এছাড়া ভবন, রাস্তাঘাট ও শক্তি উৎপাদন কেন্দ্রগুলোকেও হুমকিতে ফেলছে এই তাপমাত্রা। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যায়। কিন্তু এ বছর কানাডায়ও সেই তাপমাত্রা দেখা গেছে। ৪৮ ডিগ্রি ছাড়িয়েছিল ইতালিতেও। বিজ্ঞানীরা এখন বলছে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার না থামালে সামনের বছরগুলোতে এমন উচ্চ তাপমাত্রার দিন আরও বাড়বে।
Leave a Reply