ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তান ও চীনের সব ক্ষেত্রে মিত্রতা নতুন করে বলার বিষয় নয়। কিন্তু যেটি বলতে হচ্ছে সেটি হল দু দেশ নতুন পারমাণিবক চুক্তিতে সই করেছে, যা বিশ্বে নতুন অস্ত্র প্রতিযোগিতা ও সংঘাত সৃষ্টি করবে বলে আশংকা করা হচ্ছে। টাইমস অব ইসরাইলের ব্লগ পোস্টে ফবেইন বাউজার্ট বলেন, এটি একটি বিপজ্জনক পারমাণিবক চুক্তি।
চলতি মাসের আট তারিখে পাকিস্তান এটমিক এনার্জি কমিশন (পিএইসি) এবং চায়না জংগুয়ান ইঞ্জিনিয়ারিং কো-অপারেশনের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয় বলে জানা গেছে। গত ২০ আগস্ট এ সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। পারমাণবিক চুক্তির মেয়াদ ১০ বছর।
Leave a Reply