দেশের সকল রাস্তা ও ভবন নির্মাণে মানসম্পন্ন ইট ব্যবহারের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
তিনি আজ স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে রাস্তা ও ভবন নির্মাণের ক্ষেত্রে মানসম্পন্ন ইটের সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ক এক সভায় এ নির্দেশনা প্রদান করেন।
যে কোন স্থাপনা টেকসই না হওয়া এটা দুর্ভাগ্যের। আমরা যদি স্ট্যান্ডার্ড সাইজের ইটসহ অন্যান্য উপাদান নিশ্চিত করতে পারি তাহলে স্থাপনাগুলো টেকসই হবে।
তিনি বলেন, মানসম্পন্ন নির্মাণ সামগ্রী উৎপাদন করা হচ্ছে কিনা তা তদারকি ও পরিদর্শন করার জন্য জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
সভায় গৃহায়ণ ও গণপূর্ত সচিব, এলজিইডি ও ডিপিএইচই’র প্রধান প্রকৌশলী, মন্ত্রী পরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বন ও পরিবেশ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন জেলার জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস
Leave a Reply