নীরবতা
নিস্তব্ধতা মানেই শব্দহীনতা নয়
নীরবতারও শব্দ আছে, শব্দ হয়;
সব নিস্তব্ধতা মন্দ নয়।
নীল আকাশ মিশেছে নীরবে জলের সাথে
জল আর প্রকৃতি নির্জনে আনন্দে মাতে;
সবুজ গাছ, গাছের পাতা
নীরবে জলের সাথে কয় কথা!
নীল আকাশ, নীল জল
হৃদয়ের শব্দে করে টলমল
চাঁদ আর সন্ধ্যা তারার মাঝে নিয়মিত হয়
কথোপকথন; নীরবে ভাবের বিনিময়।
দক্ষিণা বাতাস, বিদায় বেলা বৃষ্টির ফোঁটা
সবই আছে নীরবে; হৃদয়ে লেখা গোটা গোটা।
আরো আছে, শিথিল কবরীর বাঁধনের সুযোগে
পিঠ থেকে আলগোছে কালো মেঘ সরিয়ে
শুভ্রতায় মাখা মসৃন ক্যানভাসে আঁকা
ঠোঁটের উষ্ণতায় লেখা নীরব শব্দমালা।
-মোহাম্মদ আফরাজুর রহমান
১৫ অক্টোবর, ২০২১
0Shares
Leave a Reply