মফস্বল ডেস্ক: কুমিল্লার ঘটনার রেশ ধরে নোয়াখালীতে সংঘাত-সংঘর্ষের প্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলার বাণিজ্য নগরী চৌমুহনীর পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে নোয়াখালী জেলা প্রশাসন। গতকাল শুক্রবার রাত আনুমানিক ১০ টায় মাইকযোগে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারির ঘোষণা দেয়া হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম খান এ ব্যাপারে নিশ্চিত করেছেন।
সংঘাত ও ১৪৪ ধারা জারির পর দক্ষিণ-পূর্বাঞ্চচলের অন্যতম বাণিজ্য নগরীতে থমথমে অবস্থা বিরাজ করছে। শহর প্রায় জনশূন্য হয়ে পড়েছে, দোকানপাটও বেশিরভাগ বন্ধ রয়েছে। শহরে পুলিশ, বিজিবি ও র্যাব টহল দিচ্ছে। অন্যদিকে ৭ কিলোমিটার দূরে জেলা শহর মাইজদীতেও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
Leave a Reply