মফস্বল ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাটের মামলায় আরো ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার আটককৃত আসামিদের নোয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তারের আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে রোববার দিবাগত রাতে চৌমুহনী পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বেগমগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ নিয়ে জেলায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় করা ৩০ মামলায় এ পর্যন্ত গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ২২৬ জন।
নতুন আটক ৪ জন হলেন – চৌমুহনী পৌরসভার ০৮ নম্বর ওয়ার্ড় হাজীপুর গ্রামের আমিন উল্লাহর ছেলে মো: ইউসুফ, চৌমুহনী পৌরসভার করিমপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. আব্দুর রহিম সোহাগ, চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড গনিপুর গ্রামের মো. সোলেমানের ছেলে সাইফুল ইসলাম রিপন ও বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের আটিয়াকান্দি গ্রামের এরশাদ আলীর ছেলে ইনজামুল আলী প্রত্যয়।
এদিকে সাম্প্রদায়িক হামলার ঘটনায় ২২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিদের মধ্যে এ পর্যন্ত ৩৬ জনকে রিমান্ডে নেয়া হয়েছে। এদের মধ্যে সাতজন দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
Leave a Reply