ইন্টারন্যাশনাল ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে মিথ্যাবাদী বলেছেন। ফ্রান্সকে অন্ধকারে রেখে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার বিশেষ নিরাপত্তা চুক্তি স্বাক্ষর ও সাবমেরিন ইস্যুতে সম্পর্কের ব্যাপক অবনতির পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করলেন তিনি।
তিনি বলেন, সাবমেরিন চুক্তি নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী মিথ্যা বলেছিলেন।
সোমবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। অবশ্য যেকোনো ধরনের অসততা এবং মিথ্যার কথা অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
গত সেপ্টেম্বরে বিশেষ নিরাপত্তা চুক্তি স্বাক্ষর ও সাবমেরিন ইস্যুতে তীব্র টানাপোড়েনের পর ইতালির রাজধানী রোমে প্রথমবারের মতো মুখোমুখি হন এই দুই সরকারপ্রধান।
বিবিসি জানিয়েছে, রোমে জি-২০ সম্মেলনের সাইডলাইনে প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে সামনে পান অস্ট্রেলিয়ার এক সাংবাদিক। সেসময় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে মিথ্যাবাদী মনে করেন কি না, ম্যাক্রোঁকে এমন প্রশ্ন করে বসেন ওই সাংবাদিক। জবাবে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘আমি মনে করি না, আমি জানি (তিনি মিথ্যাবাদী)।’
এসময় প্রধানমন্ত্রী স্কট মরিসনকে আবারও বিশ্বাস করতে পারবেন কি না, এমন প্রশ্ন করেন ওই সাংবাদিক। জবাবে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, ‘আমরা দেখবো তিনি কী কাজ করেন।’
তিনি আরও বলেন, ‘আপনাদের দেশকে আমরা অনেক সম্মান করি। আপনাদের দেশের সকলের জন্য আমাদের ভালোবাসা ও বন্ধুত্ব রয়েছে। আমি কেবল এতটুকই বলতে চাই যে, আমরা যখন আপনাকে সম্মান করবো- তখন আপনাকে সৎ থাকতে হবে। এবং আপনার আচরণও হতে হবে যথাযথ মূল্যবোধ অনুযায়ী।’
Leave a Reply