নিউজ ডেস্ক: ‘বিল্ড ভুটান’ কর্মসূচি বাস্তবায়নে ভুটান বাংলাদেশ থেকে গ্রাফিক্স ডিজাইন ও মাল্টিমিডিয়া বিষয়ক মাস্টার ট্রেইনার নিতে চায়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনতসি বুধবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন।
টেলিযোগাযোগ মন্ত্রী বাংলাদেশ ও ভুটানের মধ্যকার বিদ্যমান বন্ধুপ্রতীম সম্পর্কের কথা উল্লেখ করে বলেন,মহান মুক্তিযুদ্ধে ভুটানের সহযোগিতা এবং স্বাধীন বাংলাদেশের প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ হিসেবে ভুটানের আন্তরিক ভুমিকা কখনোই বাংলাদেশের মানুষ ভুলতে পারবে না। এজন্য তিনি ভুটানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোস্তাফা জব্বার বলেন, সরকার দেশের প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সংযোগ পৌঁছে দিয়েছে। দেশে এখন ১৭ কোটি মোবাইল সীম ব্যবহৃত হচ্ছে। দেশীয় কারখানা থেকে মোবাইল সেট উৎপাদন ও রপ্তানি হচ্ছে।’
বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল মতিন, সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক সাবাব বিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন
Leave a Reply