ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে এনকাউন্টারে দুই বেসামরিক নাগরিককে হত্যার প্রতিবাদে পুরো উপত্যকায় ধর্মঘট চলছে। রাজধানী শ্রিনগরসহ কেন্দ্রশাসিত এই অঞ্চলটিতে শুক্রবার ধর্মঘট পালন করা হচ্ছে।
শুক্রবার সকাল থেকেই রাজধানী শ্রিনগরের সব দোকানপাট বন্ধ পাওয়া যায়। অপরদিকে স্বাভাবিকের তুলনায় খুব কম যানবাহন চলাচল করে।
গত সোমবার শ্রিনগরে ৪৮ বছর বয়সী ব্যবসায়ী আলতাফ আহমদ বাট ও ৪০ বছর বয়সী দন্ত চিকিৎসক মুদাসসর গুল আরো দুই ব্যক্তিসহ শহরের এক শপিং কমপ্লেক্সে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
কাশ্মির পুলিশ জানায়, ওই স্থানে বিচ্ছিন্নতাকামী বন্দুকধারীদের সাথে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে তারা নিহত হন।
পুলিশ বাট ও গুলকে বিচ্ছিন্নতাকামীদের প্রতি সহমর্মী হিসেবে বর্ণনা করে। নিহত অপর দুই ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্নতাকামী তৎপরতায় জড়িত থাকার অভিযোগ আনা হয়।
নিহতদের স্বজনেরা এই অভিযোগ অস্বীকার করে আসছেন। তাদের দাবি, সংঘর্ষের সময় ভারতীয় সৈন্যরা নিহতদের মানবঢাল হিসেবে ব্যবহার করে এবং তারাই পরে তাদেরকে হত্যা করে।
ভারতীয় কর্তৃপক্ষ শুরুতে নিহতদের লাশ শ্রিনগর থেকে ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে কুপওয়ারা জেলায় কোনো স্বজনের উপস্থিতি ছাড়াই গোপনে দাপন করেছিলো।
এর পরিপ্রেক্ষিতে গণউত্তেজনার জেরে আলতাফ বাট ও মুদাসসর গুলের লাশ বৃহস্পতিবার স্বজনদের কাছে ফেরত দেয়া হয়।
পরিবারের সদস্যরা জানান, কর্তৃপক্ষ তাদেরকে শুধু নিহতদের নিকটতম স্বজন ও প্রতিবেশীদের উপস্থিতিতেই লাশ দাফনের নির্দেশনা দিয়েছে।
Leave a Reply