ইন্টারন্যাশনাল ডেস্ক: ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্তিতে ব্রিটেনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে দলটি।
মুসা আবু মারজুক বলেন, ব্রিটেনের এই পদক্ষেপের বিরুদ্ধে বিভিন্ন সংস্থা ও সংগঠনের সাথে একত্রে কাজ করছে হামাস।
মুসা আবু মারজুক বলেন, ফিলিস্তিনিদের মধ্যে বিভক্তিতে হামাসের স্বদেশের স্বাধীনতা রক্ষায় প্রতিরোধের স্বার্থ রক্ষা হবে না।
তিনি ফিলিস্তিনি প্রশাসন ও ক্ষমতাসীন রাজনৈতিক দল ফাতাহর প্রতি ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধের স্বার্থের ভিত্তিতে মীমাংসার জন্য আহ্বান জানান।
এর আগে গত ১৯ নভেম্বর ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার জন্য একটি প্রস্তাব পার্লামেন্টে উত্থাপনের ঘোষণা করেন। পার্লামেন্টে আলোচনার পর ২৬ নভেম্বর ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা এই প্রস্তাব পাস করেন।
হামাসকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করায় ব্রিটেনে কেউ হামাসের সদস্য হলে বা সমর্থন করলে তাকে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে হবে।
এর আগে ২০০১ সালে হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-কাসসাম ব্রিগেডকে ব্রিটেনে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করা হয়।
সূত্র : মিডল ইস্ট মনিটর
Leave a Reply