স্পোর্টস ডেস্ক: বিগত ২০২১ সালটা ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত কেটেছে বাংলাদেশের। ১২ ম্যাচের মধ্যে আটটিতেই জয়। যার ফলস্বরূপ আইসিসি ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয় স্থানে। ক্রিকেটারদের পারফরম্যান্সও বেশ উজ্জ্বল ছিল। সেটিরই ছাপ দেখা যাচ্ছে ইএসপিএনক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে।
রবিবার (২ জানুয়ারি) বর্ষসেরা ওয়ানডে দল প্রকাশ করেছে ইএসপিএনক্রিকইনফো। সেখানে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ৩ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। তারা হলেন- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও পেসার মুস্তাফিজুর রহমান।
এছাড়া আয়ারল্যান্ড থেকেও ৩ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। তারা হলেন- পল স্টার্লিং, সিমি সিং ও জস লিটল। এর বাইরে পাকিস্তান থেকে দুইজন (ফখর জামান ও বাবর আজম), শ্রীলঙ্কা থেকে দুইজন (ওয়ানিন্দু হাসরাঙ্গা ও দুষ্মন্ত চামেরা) এবং দক্ষিণ আফ্রিকা থেকে একজন (রাসি ভ্যান ডের ডুসেন)। দলের অধিনায়ক করা হয়েছেন বাবর আজমকে এবং উইকেটকিপারের দায়িত্বে মুশফিকুর রহিম।
espn odi team
ছবি: ইএসপিএনক্রিকইনফো
Leave a Reply