ডিপ্লোমেটিক ডেস্ক: পাকিস্তান ১৯তম সার্ক সম্মেলন আয়োজনে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে তিনি বলেন, ভারতীয় নেতারা যদি ইসলামাবাদ সফরে আগ্রহী না হন তাহলে ভার্চুয়ালি তারা এই সম্মেলনে যোগ দিতে পারেন। ২০২১ সালে পররাষ্ট্র মন্ত্রণালয় যেসব সফলতা অর্জন করেছে তা জানাতে ওই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে সার্ক অকার্যকরী হয়ে ওঠার জন্য ভারতকে দায়ী করেন তিনি। বলেন, ভারত তার একগুয়েমির কারণে ইসলামাবাদে আয়োজিত সম্মেলনে যোগ দিচ্ছে না। আমি আবারো ১৯তম সার্ক সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যদি ভারত ইসলামাবাদে আসার জন্য প্রস্তুত না থাকে, তাহলে তারা ভার্চুয়ালি যোগ দিতে পারে। তবে তার উচিত না অন্য কাউকে যোগদানে বাধা দেয়া।
দ্য হিন্দুর এক রিপোর্টে বলা হয়েছে, ২০১৬ সালের পর থেকে সার্ক খুব বেশি কার্যকরী নেই।
২০১৪ সালে সর্বশেষ নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্কের সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপরের সার্ক সম্মেলনে ২০১৬ সালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এর এক মাস আগেই কাশ্নীরে ভারতীয় সেনাদের উপর সন্ত্রাসী হামলা হয়। এর ভিত্তিতে ভারত ওই বছরের সার্ক সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর বাংলাদেশ, ভুটান ও আফগানিস্তানও নিজেদের সম্মেলন থেকে প্রত্যাহার করে নেয়।
Leave a Reply