নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ আজ থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণাসহ ৫ নির্দেশনা জারি করেছে। মন্ত্রিপিরষদ বিভাগের যুগ্মসচিব মো. সাবিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনাসমূহের কথা জানানো হয়। এর মধ্যে রয়েছে- সকল স্কুল-কলেজ আজ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়সমূহ তাদের পর্যায়ে অনুরূপ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। সভা, সমাবেশ, সামাজিক কিংবা ধর্মীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি উপস্থিত থাকতে পারবে না, যারা এসব অনুষ্ঠানে যোগদান করবেন তাঁদের টিকা সনদ অথবা ২৪ ঘন্টা পূর্বে পিসিআর (করোনা নেগেটিভ) রিপোর্ট থাকতে হবে। সরকারি, বেসরকারি অফিস, শিল্প প্রতিষ্ঠানের কর্মচারীদের টিকা নিতে হবে। বাজার, শপিংমল, মসজিদ, ধর্মীয় উপাসনালয়, বাস স্ট্যান্ড, লঞ্চঘাট, রেল স্টেশনসহ সব ধরণের জনসমাবেশে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।
Leave a Reply