দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ঘোষণা করা হয়েছে ম্যাচ সূচি। সবশেষ ১৯৯৮ সালে পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলেছিল অস্ট্রেলিয়া।
শুক্রবার অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সিরিজটির ব্যপারে নিশ্চিত করা হয়।
ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিভ নিক হোকলি এক বিবৃতিতে বলেছেন, ‘আমি পাকিস্তান ক্রিকেট বোর্ড ও অস্ট্রেলিয়া সরকার উভয়কেই ধন্যবাদ জানাতে চাই যে তারা উভয়ে ২৪ বছর পর প্রথমবারের মতো একটি সফর নিশ্চিত করেছেন।’
তিনি বলেন, ‘এটি একটি ঐতিহাসিক উপলক্ষ এবং বিশ্বব্যাপী খেলাধুলার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
এর আগে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার অধিনায়ক পেট কামিন্স বলেন, ‘দলের অধিকাংশ খেলোয়াড়ই এ সফরের ব্যাপারে আগ্রহী। আশা করছি, আমরা একটা পূর্ণ শক্তির স্কোয়াডই পাব।’
তিনি বলেন, ‘আমি সফরের বিষয়টি জানতে পেরেছি। এটা খুব ভালোই হবে। সফরের ব্যাপারে সকল নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন হয়েছে এবং সফরটি চমৎকারই হবে।’
এ সফরে পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা।
৪ মার্চ রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচের টেস্ট সিরিজের মাধ্যমে শুরু হবে দুই দলের লড়াই। ১২ মার্চ করাচিতে দ্বিতীয় টেস্ট ও ২১ মার্চ লাহোরে হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।
এরপর ২৯ মার্চ প্রথম ওয়ানডে, ৩১ মার্চ দ্বিতীয় ওয়ানডে ও ২ এপ্রিল হবে তৃতীয় ওয়ানডে। এ সবগুলো ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।
৫ এপ্রিল এই রাওয়ালপিন্ডিতেই একটি টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে শেষ হবে দুই দলের লড়াই।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানে পা রাখবে অস্ট্রেলিয়ার টেস্ট দলের খেলোয়াড়রা। এর আগে তারা অস্ট্রেলিয়ায় আইসোলেশনে থাকবেন। পাকিস্তানে এসে এক দিন হোটেলে থাকার পরই অনুশীলনে নেমে পড়বেন তারা।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য নির্বাচিত খেলোয়াড়রা আসবেন ২৪ মার্চ। তারাও অস্ট্রেলিয়ায় আইসোলেশনে থেকে এরপর পাকিস্তানে আসবেন।
অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা পাকিস্তানে আসবেন চার্টাড বিমানে চড়ে।
Leave a Reply