অনেক চড়াই উৎরাই পাড় করে অলিম্পিক আয়োজনের ঘণ্টা বাজলো বেইজিং। ১৫ টি ডিসিপ্লিনে ১০৯ টি ইভেন্টের মোট ১২ টি ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের আসর। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য এবারের শীতকালীন অলিম্পিক আসরে দর্শক সংখ্যা কমিয়ে ৫০ শতাংশে আনা হয়েছে।
অলিম্পিক ঘিরে বেইজিংয়ের আয়োজন ছিলো বেশ চোখ ধাঁধানো। তবে, অতিমারির আবহে পড়ে বারবারই অলিম্পিক আয়োজন নিয়ে পড়তে হয়েছে শঙ্কার মুখে। “জিরো টোলারেন্স” টার্গেট নিয়ে এবারের আসর আয়োজনের ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত মহামারির থাবায় তা বাস্তবায়ন করতে পারেনি আয়োজক কমিটি। সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার জন্য অ্যাথলিট, সংশ্লিষ্ট ও গণমাধ্যম কর্মীদের জন্য নেয়া হয়েছে সুরক্ষা বলয়ের ব্যবস্থা।
মিডিয়া সেন্টারে গণমাধ্যম কর্মীদের জন্য রাখা হয়েছে বিশেষ এক ধরনের সু-ব্যবস্থা। যেখানে তারা বিশ্রাম নিতে পারবে চাহিদা অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য। এবারের অলিম্পিকের সবচেয়ে আকর্ষনীয় বিষয় হলো কোনো মানুষের সংস্পর্শ ছাড়াই খাবার পাওয়া যাবে রোবটের মাধ্যমে। অর্ডারকৃত নির্দিষ্ট টেবিলে খাবার পৌঁছানোর আগে পর্যন্ত রোবট খাবার ঝুলিয়ে রাখবে ভেন্যুর সিলিংয়ে। ইতোমধ্যেই অলিম্পিকের সূচনা পর্বের আয়োজন টর্চ র্যালি শুরু হয়েছে ১৩৫জন নির্ধারিত অতিথীর উপস্থিতিতে।
Leave a Reply