ইন্টারন্যাশনাল ডেস্ক: অপরাধ না কারার শর্তে কাবুল কারাগারে বন্দী ১৪ নারীকে মুক্তি দিয়েছে তালেবান কর্তৃপক্ষ। বৃহস্পতিবার তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের কারা অধিদফতর এ তথ্য নিশ্চিত করেছে।
আফগান সরকারের কারা অধিদফতর বলেছে, আফগানিস্তানের একটি সরকারি প্রতিনিধি দলের মূল্যায়নের ভিত্তিতে এ সকল বন্দীকে মুক্তি দেয়া হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমের নিকট পাঠানো এক বার্তায় আফগান সরকারের কারা অধিদফতর বলেছে, বৃহস্পতিবার ১৪ নারীবন্দীকে মুক্তি দেয়া হয়েছে। ৩ ফেব্রুয়ারি তারিখে পাঁচ সদস্য বিশিষ্ট সরকারি প্রতিনিধি দলের মূল্যায়নের ভিত্তিতে এ সকল বন্দীকে মুক্তি দেয়া হয়েছে।
আফগান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকবিরোধী বিভাগের ডেপুটি মৌলভি আব্দুল হক বলেন, সমগ্র আফগানিস্তানে বন্দী নারীদের (দণ্ড মওকুফের জন্য তাদের) নথিগুলোকে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা হচ্ছে।
মৌলভি আব্দুল হক আরো বলেন, সমাজের জন্য ক্ষতিকর অবৈধ কর্মকাণ্ড ও ইসলামী শরিয়া আইনবিরোধী অপরাধ না কারার শর্তে এ সকল বন্দীকে মুক্তি দেয়া হয়েছে।
উল্লেখ, এর আগে তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকার ১০ পুরুষবন্দীকে মুক্তি দিয়েছিল। এ সকল পুরুষবন্দীর অনেকে কোনো অপরাধ না করেই জেল খাটছিলেন। এছাড়া অনেককে ছোট অপরাধের জন্য দীর্ঘ দিন কারাগারে বন্দী থাকতে হয়েছিল।
সূত্র : খামা প্রেস এজেন্সি
Leave a Reply