ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর দেয়া নিষেধাজ্ঞা শিথিল (ওয়েভার) করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ ও টেকনিক্যাল আলোচনার অগ্রগতিতে এই শিথিলতা প্রয়োজন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। ২০২০ সালের মে মাসে ইরানকে পারমাণবিক কর্মসূচিতে দেয়া শিথিলতা বাতিল করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। তা এখন শিথিল করার ফলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে পারমাণবিক অস্ত্র বিষয়ক কর্মসূচি নয়, এমন কাজ করতে পারবে রাশিয়া, চীন ও ইউরোপিয়ান কোম্পানিগুলো।
এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, পারমাণবিক কর্মসূচিতে সমঝোতামূলক টেকনিক্যাল আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিষেধাজ্ঞা শিথিল করা। এর ফলে ২০১৫ সালে ইরানের সঙ্গে করা জয়েন্ট কমপ্রিহেনসিভ প্লান অব একশন (জিসিপিওএ) চুক্তিতে ফেরা সম্ভব হতে পারে। তিনি আরো বলেন, যদি এক্ষেত্রে চূড়ান্ত চুক্তিতে আসা না-ও হয়, তবু এই শিথিলতা পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চালিয়ে নেয়ার জন্য গুরুত্বপূর্ণ হবে।
চুক্তি পুনর্বহালের পক্ষে ওয়াসিংটনভিত্তিক ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের পলিসি বিষয়ক পরিচালক রায়ান কস্টেলো। জেসিপিওএ মেনে চলতে ইরানকে পারমাণবিক কর্মসূচিতে নিয়মকানুন মেনে চলতে সহায়ক হবে এই শিথিলতা বা ওয়েভার। এর মধ্যে রয়েছে ইরানের আরাক ভারি পানি বিষয়ক পারমাণবিক চুল্লি।।
Leave a Reply