কালচারাল ডেস্ক: এ বছর অমর একুশে বইমেলা মোট ১৪ দিন চালানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে মেলা চলবে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত। তবে করোনার সার্বিক অবস্থা বিবেচনায় এ তারিখ পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমান গণমাধ্যমকে জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে বইমেলায় আসতে হবে। অংশগ্রহণকারী প্রকাশক, স্টলের স্বত্বাধিকারী ও কর্তব্যরত ব্যক্তি এবং মেলায় অংশ নেয়া অন্যান্য ব্যক্তিকে ভ্যাকসিন নিতে হবে। বইমেলা সংশ্লিষ্ট সবাইকে ভ্যাকসিনেশনের আওতায় আনার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। সবাইকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রদান বিষয়ে চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি।
বাংলা একাডেমির সূত্রে জানা গেছে, বইমেলায় স্টল নিতে আগ্রহীদের বাংলা একাডেমির নির্ধারিত ফরম পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে। এর আগে করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে পিছিয়ে যাওয়া অমর একুশে বইমেলা ১৫ই ফেব্রুয়ারি থেকে শুরু করে ১৭ই মার্চ পর্যন্ত চালানোর প্রস্তাব দিয়েছিল প্রকাশক সমিতি।।
Leave a Reply