স্পোর্টস ডেস্ক: দুঃসময় যেন পিছু ছাড়ছে না ক্রিস কেয়ার্নসের। হৃদযন্ত্রে অস্ত্রোপচার ও স্ট্রোকের ধকল সামলে দীর্ঘ ১৪১ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঘরে ফিরেছিলেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার। কিন্তু সপ্তাহ না ঘুরতেই পেলেন আরেকটি দুঃসংবাদ।
ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর কাল নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন কেয়ার্নস, ‘গতকাল আমাকে বলা হয়েছে, আমার অন্ত্রে ক্যানসার হয়েছে … অনেক বড় ধাক্কা। এমন কিছু আমার ভাবনায়ও ছিল না। … সামনে আরেকটি লড়াই। তবে আশা করছি, এটা প্রথম রাউন্ডেই পেরিয়ে যাব।’ গত আগস্টে গুরুতর অসুস্থ হয়ে অস্ট্রেলিয়ার ক্যানবেরার এক হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন কেয়ার্নস।
পরে হৃদযন্ত্রে অস্ত্রোপচারের সময় মেরুদণ্ডের স্ট্রোকে অসাড় হয়ে যায় তার দুই পা। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে এবার ক্যানসারের দুঃসংবাদ পেলেন নিউজিল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার।
Leave a Reply