ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানকে আন্তর্জাতিক পারমাণবিক সহযোগিতা প্রকল্পের অনুমতি দিতে নিষেধাজ্ঞা শিথিল করেছে প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। এদিকে, ওয়াশিংটনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে তেহরান। পাশাপাশি তারা এটাও বলেছে যে, এই উদ্যোগ ভালো তবে যথেষ্ট নয়। খবর প্রকাশ করেছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের মে মাসে ট্রাম্প প্রশাসন কর্তৃক প্রত্যাহার করা নিষেধাজ্ঞায় আবার আরোপ লাগানো হয়। সেটিই গত শুক্রবার (৪ ফেব্রুয়ারি) আবারও পুনরুদ্ধার করা হয়েছে। এটি রাশিয়া, চীন এবং ইউরোপীয় কোম্পানিগুলোকে ইরানের পারমাণবিক সাইটগুলোতে অপ্রসারণ কাজ করার অনুমতি দিয়েছিল।
এক প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান বলেন, ‘কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া, শব্দের প্রকৃত অর্থে তাদের সদিচ্ছায় অনুবাদ করতে পারে। আমেরিকানরা এটি সম্পর্কে কথা বলে। তবে এটি জানা উচিত যে, কাগজে যা হয় তা ভালো তবে যথেষ্ট নয়।’
তিনি এটাও পুনর্ব্যক্ত করেছেন যে, পারমাণবিক আলোচনার অন্যতম প্রধান ইস্যু হলো, গ্যারান্টি পাওয়া যে মার্কিন যুক্তরাষ্ট্র ২০১৫ সালের চুক্তি আবারও প্রত্যাহার করবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা রাজনৈতিক, আইন ও অর্থনৈতিক ক্ষেত্রে গ্যারান্টি চাই এবং দাবি করি। কিছু ক্ষেত্রে চুক্তিও হয়েছে।’
Leave a Reply