ন্যাশনাল ডেস্ক: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রাণহানির ঘটনা নির্বাচন কমিশনের (ইসি) ব্যর্থতা নয় বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। সপ্তম ধাপের ভোট গ্রহণ শেষে সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
নির্বাচনী সহিংসতায় কতজন মারা গেছেন, জানতে চাইলে ‘সে তথ্য এই মুহূর্তে নেই’ বলে জানান অশোক কুমার। তবে আজকের নির্বাচনী সহিংসতায় দুজন মারা গেছেন জানিয়ে তিনি বলেন, ভোটকেন্দ্রের বাইরেই তারা মারা গেছে বলে শুনেছি। পুরো প্রতিবেদনটি এখনো আমরা পাইনি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’
সাত দফার ভোটে প্রাণহানির ঘটনায় কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা ছিল কি না, জানতে চাইলে অশোক কুমার দেবনাথ বলেন, `কমিশনের ব্যর্থতা নাই এখানে। প্রাণহানিগুলোর দায়দায়িত্ব কমিশনের ওপর সরাসরি পড়ে না। স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। তারা এই বিষয় দেখবে। তারপরও যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, তার জন্য আমরা দুঃখিত।’
সব মিলিয়ে ইউপি নির্বাচন কেমন হয়েছে, এমন প্রশ্নের জবাবে দেবনাথ বলেন, ‘ওভারঅল ভালো নির্বাচন হয়েছে। মোটামুটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। আপনারা দেখেছেন, স্থানীয় পর্যায়ের জনগণ যে ভোটমুখী হয়েছে, এটা আশাব্যঞ্জক দিক। ভোটের হার বেশি আছে।’
অতিরিক্ত সচিব জানান, সপ্তম ধাপে ১৩৬ ইউপিতে ভোট হয়েছে। তার মধ্যে সাতটি ইউপিতে ইভিএম-এ। সহিংসতার কারণে ছয়টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ইভিএমে ভোট পড়েছে ৬১ দশমিক ৫৩ শতাংশ এবং ব্যালটে পড়েছে ৬৫ শতাংশের বেশি।
Leave a Reply