স্টাফ রিপোর্টার: মেয়াদোত্তীর্ণ ২৬ থানা কমিটি বিলুপ্ত করল উত্তর বিএনপি ঢাকা মহানগরের সাংগঠনিক ২৬ থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে উত্তর শাখা বিএনপি।
বুধবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্তর্গত ২৬টি মেয়াদোত্তীর্ণ থানা কমিটি পুনর্গঠনের লক্ষ্যে বিলুপ্ত ঘোষণা করা হলো। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
আমিনুল হক বলেন, ঢাকা মহানগর উত্তরে সাংগঠনিক ওয়ার্ড রয়েছে ৬৪টি। এই ওয়ার্ড কমিটি পুনর্গঠনে মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়কদের নেতৃত্বে ৮টি টিম কাজ শেষ করেছে। এখন যাচাই-বাছাইয়ের কাজ চলছে। দ্রুতই ওয়ার্ড কমিটি ঘোষণা করা হবে।যেসব টিম ওয়ার্ড কমিটি গঠন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, তারাই থানা পুনর্গঠন কাজ করবেন।
Leave a Reply