ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের তৃতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষে তিন ইউনিটে মোট ২ হাজার ৯৫টি আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ৮২৪ জন। অর্থাৎ এখনো ১ হাজার ২৭১ টি আসন খালি রয়েছে। যা মোট আসন সংখ্যার ৬০ দশমিক ৬৬ শতাংশ।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসান উল আম্বিয়া এ তথ্য জানিয়েছেন।
ফাঁকা আসনের বিষয়ে তিনি বলেন, আমরা আশা করেছিলাম আরও কিছু শিক্ষার্থী ভর্তি হবে কিন্তু সেটা হয়নি। কিছু শিক্ষার্থী ভর্তি বাতিল করেছে। পরবর্তী মেধা তালিকা প্রকাশের বিষয়ে কেন্দ্রীয় মিটিংয়ে আবার সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে আইসিটি সেল সূত্রে জানা যায়, আসন খালি থাকায় গত ২ ফেব্রুয়ারি তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়। ৭ ফেব্রুয়ারি এই তালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তি শেষে ‘এ’ ইউনিটে ২৭৫টি, ‘বি’ ইউনিটে ৭৪৬টি ও ‘সি’ ইউনিটে ২৫০টি আসন ফাঁকা রয়েছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) এ পাওয়া যাবে।
Leave a Reply