শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে সিলেট যাচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল আন্দোলনকারীদের বিষয়টি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দৈনিক ইত্তেফাককে বিষয়টি জানান, আন্দোলনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদিন।
দাবি পূরণ না হওয়ায় ১৯ জানুয়ারি বেলা ৩টা থেকে উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীর। ২৬ জানুয়ারি সকালে অনশনস্থলে এসে লেখক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মুহম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের অনশন ভাঙান। তবে অনশন ভাঙলেও উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।
এ দিকে শিক্ষামন্ত্রীর আগমনের আগ মুহুর্তে বিশ্বিবদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আলমগীর কবিরকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগে সহযোগী অধ্যাপক মো. ইসরাত ইবনে ইসমাইল।
১৬ জানুয়ারি শিক্ষার্থীদের উপর পুলিশী হামলার পর প্রক্টরের পদত্যাগের দাবি জোরালো হতে থাকে।
Leave a Reply