কোর্ট রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগে সার্চ কমিটির কাছে নাম জমা দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান।
রোববার সুপ্রিম কোর্টের জাজেস কনফারেন্স রুমে বিশিষ্টজনদের সঙ্গে তৃতীয় বৈঠকের শুরুতে সার্চ কমিটির সভাপতি এ আহ্বান জানান।
বৈঠকের শুরুতে সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান বলেন, যেসব দল নাম জমা দেয়নি তারা চাইলে সোমবার বিকাল ৫টার মধ্যে দিতে পারবে।
বিএনপিকে দেশের একটি বড় দল হিসেবে বর্ণনা করে তিনি বলেন, বিএনপি, সিপিবি, বাসদ- তারা এখনও নাম জমা দেয়নি, তারা যদি দিতে চান আগামীকাল ৫টার মধ্যে তাদের জন্য সময়টা বর্ধিত করলাম। আশা করি, তারা পজেটিভ রেসপন্স করবে।
Leave a Reply