স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া সফরে প্রথম ম্যাচে নিজেদের সেভাবে মেলে ধরতে না পারলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোববার অজিদের চোখে চোখ রেখে লড়াই করেছে লংকানরা।
প্রথম ম্যাচে ১৫০ রান তাড়ায় ২০ রানে হেরে যাওয়া শ্রীলংকা রোববার সিডনিতে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করেছিল। কিন্তু ভাগ্য বিড়ম্বিত শ্রীলংকা শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিতে পারেনি।
এদিন সিডনি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৪ রান করে শ্রীলংকা।
টার্গেট তাড়া করতে নেমে ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৮ রান করে অস্ট্রেলিয়া। জয়ের জন্য শেষ ৩ ওভারে প্রয়োজন ছিল ২৮ রান।
১৮তম ওভারে মাত্র ৬ রান খরচ করেন চামিকা করুনারত্নে। ১৯তম ওভারে মাত্র ৪ রানে ২ উইকেট তুলে নিয়ে শ্রীলংকাকে জয়ের স্বপ্ন দেখান দুষ্মন্ত চামিরা।
শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১৭ রান। প্যাট কামিন্স ও ম্যাথু ওয়েড এক চার আর এক ছক্কার সাহায্যে ১৬ রান তুলে স্কোর সমান করেন।
ম্যাচ টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে জশ হ্যাজলউডের করা ওভারে এক উইকেট হারিয়ে মাত্র ৫ রান করে শ্রীলংকা।
টার্গেট তাড়া করতে নেমে লংকান লেগ স্পিনার ওয়ানেন্দু হাসারঙ্গার করা ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করেন গ্লেন ম্যাক্সওয়েল। পরের দুই বলে পরপর বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন মার্কাস স্টয়নিস।
Leave a Reply