আজানের সুরকে ‘আধ্যাত্মিক সৌন্দর্য’ হিসেবে মন্তব্য করে এর প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আরবিভাষী মুখপাত্র লুইস মিগুয়েল বুয়েনো।
গত শুক্রবার এক টুইট বার্তায় আজানের সুরের প্রতি নিজের এই মুগ্ধতার কথা জানান তিনি।
লেবাননের রাজধানী বৈরুতে অবস্থানকারী এই কূটনীতিক শুক্রবার ফজরের আজান শোনার পর এই টুইট করেন।
টুইট বার্তায় তিনি লিখেন, ‘আজ ভোরে আমি ঘুম থেকে জেগে ফজরের আজান শুনলাম। আধ্যাত্মিক সুরের এই সৌন্দর্য উপভোগ করতে মুসলমান হতেই হবে, এমন কোনো কথা নেই। জুমা মোবারক।’
টুইট বার্তায় বৈরুতের একটি মসজিদের ছবিও যুক্ত করেন তিনি।
এই টুইটের পরপরই বর্ণবাদ এড়িয়ে ইসলাম ধর্মের প্রতি এরূপ সম্মান প্রকাশের জন্য লুইস মিগুয়েলের ব্যাপক প্রশংসা করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।
রিটুইটে তাকে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে নোরা ত্বহা জিবরিল নামের একজন লিখেন, ‘এই পবিত্র দিনে (শুক্রবার) আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আপনার এই ভালো লাগার অনুভূতি যেন সত্য ধর্ম ইসলামে প্রবেশের মাধ্যম হয়।’
আবদুল্লাহ আল-আবুদি নামের আরেকজন লিখেছেন, ‘কুরআন তেলাওয়াত শোনায় আধ্যাত্মিকতা আরো বাড়ে। (যদি আপনি তেলাওয়াত শোনেন) তাহলে অবশ্যই আত্মিক প্রশান্তি ও নিরাপত্তা অনুভব করবেন।’
আরিফ আশ-শিমারি নামের আরেক ব্যক্তি লিখেছেন, ‘এটি আপনার কোমল চরিত্র ও মুসলিমদের প্রতি সম্মানের প্রমাণ। সুন্দর কথামালা ও উত্তম চরিত্র প্রদর্শনের জন্য আপনাকে শুকরিয়া।’
আবদুন নাঈম লিখেছেন, ‘আল্লাহু আকবার! আল্লাহর কসম, মিডিয়ায় এরচেয়ে সুন্দর কিছু আগে পড়িনি।’
সূত্র : আলজাজিরা
Leave a Reply