(১৯৮৩’র ১৪ই ফেব্রুয়ারির শহীদদের প্রতি)
আলোকচ্ছটায় ভরা এক অপূর্ব সকাল,
পুঞ্জিকায় শীত শেষ হয়েছে গতকাল,
শেষ হয়নি ভোরের শীতল আমেজ,
তনু-মনে লেগেছে বসন্তের হাওয়া।
শীতের জড়তা ঝেড়ে ফেলেছে রমনা,
শিমুল টগরের ডালে ছুটছে বিহগ-
বসন্ত এলো বলে।
এমন এক ভালবাসার সকাল
তবু চারিদিকে চাপা গুঞ্জন-
কখন কি জানি কি হয়!
চলাফেরা কথা বলা নিয়ন্ত্রণ হয়
সামরিক ফরমানে,
এখানে ভালবাসা কিভাবে হয়?
ফিলিস্তিনের মত সেজেছে রমনা
এবারও ফাগুন বুঝিবা যায় বৃথা,
জলপাই রঙের দাঁতালো কনভয় দাঁড়িয়ে,
উদ্যত রাইফেল তাক ক্যাম্পাসের দিকে।
এখনই রক্ত চাই মূমুর্ষূ শাসকের,
যেন প্রাণ তার ওষ্ঠাগত,
যেমনটি হয়েছিল ৫২’র ফাগুনে।
সেদিনও ভালবাসার শব্দমালা
উচ্চকিত হয়েছিল শ্লোগেনে শ্লোগানে,
আজও সেই একই সুর-
জাফর জয়নাল দীপালি কাঞ্চনের।
বুলেট ছড়ালো বাতাসে বারুদের গন্ধ,
কাঁদুনে গ্যাসের তীব্র ঝাঁঝ
রমনা হারালো ফুলের সুবাস
ত্রিশ বছর পর আরেক ফাগুনে।
আগুন ঝড়া প্রাতে রমনার সবুজ ঘাস
এঁকে নিল বুকে রক্তের আল্পনা।
ভালবাসার একই সুর ত্রিশবছর পর
বরকত থেকে কাঞ্চন-
শুধু সময়ের ব্যবধান।
0Shares
Leave a Reply