Friday, April 19, 2024

আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের লক্ষ্য কি, জানালেন লিটন

বর্তমানে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার লিটন দাস। প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি। নতুন এই অভিজ্ঞতা অর্জনের আগে আরও এক সুসংবাদ পেয়েছেন তিনি। দুই তারকা ক্রীড়াবিদকে পেছনে ফেলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ২০২২ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন লিটন। তারকা এই ক্রিকেটার জানান, আসন্ন টেস্ট ম্যাচে জয়ের জন্যই লড়বে বাংলাদেশ।

লিটন দাস জানান, আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ। তিনি বলেন, ‘টেস্টের জন্য সোমবার (২৯ মে) থেকে আমাদের ক্যাম্প শুরু হবে। শেষবার আমরা যখন আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছি, তখন হেরেছিলাম। এখন একটাই লক্ষ্য হলো জয়। আমরা সবসময় জয়ের জন্যই খেলি।’

নিজের সাম্প্রতিক ফর্ম নিয়ে মোটেও চিন্তিত নন লিটন। গত দুই বছরের ফর্ম বিবেচনায় সাম্প্রতিক সময়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। টি-টোয়েন্টি ফরম্যাট ছাড়া এ বছর টেস্ট বা ওয়ানডেতে হাফ সেঞ্চুরি পাননি লিটন। নিজের পারফরম্যান্সকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার প্রত্যাশা ছিলো তার। আইপিএলেও ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন তিনি।

২০২২ সালের কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ হওয়া লিটন বলেন, ‘আপনি প্রতিদিন আপনার খেলার সেরা ফর্মে থাকতে পারবেন না। এটি অসম্ভব।’ তিনি আরও বলেন, ‘একদিন আপনি ভালো খেলবেন, অন্যদিন আপনার খারাপ দিন যেতে পারে। তাই আমি চিন্তিত নই। ভালো খেলার জন্য অনুশীলন চালিয়ে যাবো।’

দেশের ক্রীড়া সাংবাদিকদের সর্ববৃহৎ ও প্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) থেকে পাওয়া বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পাওয়ার পর লিটন বলেন, এ ধরনের পুরস্কার প্রতিদিন আরও ভালো খেলতে এবং দক্ষতা বাড়াতে ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে। তিনি বলেন, ‘সত্যিই ভালো লাগছে। এ ধরনের পুরস্কার নিয়মিত পেলে ভালো হবে। এজন্য নিয়মিত ভালো পারফর্ম করতে হবে আমাদের। এই ধরনের পুরস্কার ক্রীড়াবিদদের আরও ভালো পারফরম্যান্স করতে অনুপ্রাণিত করবে।’

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর