ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেন ও রাশিয়ার চলমান দ্বন্দ্বের মধ্যে একটি জিনিস সকলের নজর কেড়েছে। সেটি হলো রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক করার একটি টেবিল। যে টেবিলটিতে বসে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা করছেন তিনি।
নতুন করে মঙ্গলবার পুতিনের ছয় ফুট লম্বা টেবিলটি ফের আলোচনায় এসেছে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজের সঙ্গে বৈঠকের পর।
কারণ এই টেবিলের একপ্রান্তে বসেছেন পুতিন। অপর প্রান্তে জার্মান চ্যান্সেলর।
ঠিক একই টেবিলে একইভাবে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গেও বৈঠক করেছিলেন পুতিন।
তাদের দুইজনের কেউই পুতিনের কাছে ঘেঁষতে পারেননি।
কারণ ফ্রান্সের প্রেসিডেন্ট ও জার্মান চ্যান্সেলর কেউই রাশিয়ার স্বাস্থ্যকর্মীদের দিয়ে করোনা ভাইরাস পরীক্ষা করাননি।
গণমাধ্যম বিবিসি জানিয়েছিল, রাশিয়ান গোয়েন্দারা ডিএনএ চুরি করতে পারে এই ভয়ে ফ্রান্সের ম্যাঁক্রো রাশিয়ায় স্বাস্থ্যকর্মীদের দিয়ে করোনা পরীক্ষা করাননি।
ফলে ম্যাঁক্রোকে বলা হয়েছিল পুতিনের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে।
জার্মানির চ্যান্সেলরও রাশিয়ান স্বাস্থ্যকর্মীদের দিয়ে করোনা পরীক্ষা করাননি। এর বদলে তিনি নিজের ডাক্তার দিয়ে করোনা পরীক্ষা করান। ফলে তাকেও পুতিনের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে হয়।
যদিও জার্মান চ্যান্সেলর কেন রাশিয়ায় করোনা পরীক্ষা করাননি এটি নিশ্চিত নয়।
সূত্র: ডেইলি সাবাহ
Leave a Reply