সার্ক ডেস্ক: ভারতে হিজাব ইস্যুতে বিতর্ক থামছেই না। এর মধ্যে উত্তর প্রদেশের গাজিয়াবাদে হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে বোরকা পরে মুসলিম নারীরা প্রতিবাদ জানিয়েছে। সে সব প্রতিবাদরত নারীকে লাঠি দিয়ে পিটিয়েছে ভারতীয় পুলিশ। ওই ঘটনার দৃশ্য দেশটির সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশের এমন কার্যকলাপের বিরুদ্ধে অনেকে সমালোচনা করেছেন। দেশটির পুলিশ জানিয়েছে, তারা ওই ঘটনার ভিডিও তদন্ত করছে। গত রবিবার বিক্ষোভ করা বোরকা পরা ওই নারীদের বিরুদ্ধে এফআইআর করেছে দেশটির পুলিশ।
পুলিশ এফআইআর-এ বলেছে, অন্তত ১৫ জন মুসলিম নারী অনুমতি ছাড়াই গাজিয়াবাদের সানি বাজার রোডে সরকারবিরোধী বিক্ষোভে জড়ো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মুসলিম নারীরা স্লোগান দিতে থাকে।
এফআইআর-এ আরও বলা হয়েছে, নারী কনস্টেবলরা বিক্ষোভকারীদের বাড়ি যেতে বললে হেনস্থার শিকার হয়। এছাড়া নারী বিক্ষোভকারীদের সঙ্গে থাকা কিছু পুরুষ কনস্টেবলদের হেনস্থা করে। পুলিশের তথ্যমতে, অভিযুক্তদের মধ্যে একজনকে রইস নামে শনাক্ত করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, পুলিশ মুসলিম বিক্ষোভকারীদের হটানোর চেষ্টা করছে। বোরকা পরা এক নারীকে পুলিশ সদস্য লাঠি দিয়ে পেটালে তিনি তাতে বাধা দেন।
Leave a Reply