স্টাফ রিপোর্টার: আগামী ১ মার্চ ২০২২ থেকে খুলে দেয়া হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের সাথে যোগাযোগ করা হলে তিনি এটি নিশ্চিত করেন। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ২১ জানুয়ারি, ২০২২ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় ইতোপূর্বে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে উচ্চ ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গতকাল মন্ত্রণালয়ে এ ব্যাপারে একটি সংবাদ সম্মেলন করেন।
প্রসঙ্গত, বিশ্বব্যাপি করোনা পরিস্থিতির অবনিত ঘটলে ১৭ মার্চ ২০২০ স্কুল বন্ধ করে দেয়া হয় এবং পরিস্থিতির উন্নতি হলে ১২ সেপ্টেম্বর ২০২২ সীমিত পরিসরে স্কুল খুলে দেয়া হয়।
Leave a Reply