নাটোর প্রতিনিধি: নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে সার্কিট হাউজে স্থানীয় সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় দু’গ্রুপের অন্তত সাতজন আহত হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সংঘর্ষের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে কেন্দ্রীয় নেতারা নাটোর সার্কিট হাউসে আসতে থাকে। এ সময় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান গ্রুপের নেতাকর্মীরা সার্কিট হাউসে অবস্থান নেয়। পরে শনিবার বিকেল ৬টার দিকে নাটোর সার্কিট হাউসে অবস্থান নিলে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ বাধে। এতে নাটোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, আওয়ামী লীগ নেতা মশিউর রহমানসহ দু’গ্রুপের অন্তত সাতজন আহত হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনছুর রহমান জানান, জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply