ইন্টারন্যাশনাল ডেস্ক: নিজেদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে চুক্তি করেছে ভারত ও সংযুক্ত আরব আমিরাত। এর ফলে দেশ দুটির মধ্যে আমদানি-রপ্তানি হবে সম্পূর্ণ শুল্কমুক্ত। উভয় পক্ষ আশা করছে, আগামি ৫ বছরের মধ্যেই দুই দেশের মধ্যেকার বাণিজ্যের পরিমাণ দ্বিগুন হয়ে যাবে। অর্থাৎ তখন বছরে প্রায় একশ বিলিয়ন ডলারের বাণিজ্য হবে ভারত ও আরব আমিরাতের মধ্যে।
রয়টার্সের খবরে জানানো হয়েছে, একটি ভার্চুয়াল অনুষ্ঠানে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এতে ভারতের পক্ষে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আরব আমিরাতের পক্ষে ছিলেন দেশটির শাসক মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান। এছাড়া দুই দেশের শীর্ষ কর্মকর্তারাও অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ভারত ও আরব আমিরাত আগে থেকেই একে অপরের অন্যতম প্রধান বাণিজ্য সহযোগি দেশ। তবে ব্যবসা আরও বৃদ্ধি করতে এই চুক্তি স্বাক্ষরিত হলো।
এর ফলে তেলছাড়া দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক ৪৫ বিলিয়ন ডলার থেকে ১০০ বিলিয়ন ডলারে উন্নিত হবে বলে আশা করা হচ্ছে।
এ নিয়ে আমিরাতের বাণিজ্যমন্ত্রী থানি আল-জেয়ুদি বলেন, এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ব্যাপক বৃদ্ধি পাবে। এরফলে নতুন অনেক ব্যবসার সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়া ২০৩০ সালের মধ্যে ভারত থেকে ১ লাখ ৪০ হাজার জনকে আরব আমিরাতে চাকরি দেয়ার নিশ্চয়তাও দিয়েছে দেশটি।
Leave a Reply