রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে উদ্ধারকৃত জেলেদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় হয়। গতকাল সন্ধ্যার দিকে ভোলা জেলার মনপুরা উপজেলার মেঘনা নদীর চর সাকুচি বঙ্গপোসাগররের একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে অপহৃতদের উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার রাত ৯টার দিকে তাদেরকে মেঘনা নদী থেকে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়।
হাতিয়া কোস্টগার্ড সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে ভোলা জেলার মনপুরা থেকে ৭ জন জেলেকে একটি ডাকাত দল মুক্তিপণের দাবিতে অপহরণ করে। অপহৃত জেলেরা ভোলা জেলার মনপুরা উপজেলাধীন রহমানপুর এলাকার বাসিন্দা। পরবর্তীতে ডাকাত দলের মোবাইল নম্বর ট্র্যাক করে জানা যায় মুক্তিপণ দাবীকৃত নম্বরটি ভোলা জেলার মনপুরা উপজেলাধীন দাসের হাট এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে হাতিয়া কোস্টগার্ডের স্টেশান কমান্ডার হাতিয়া লেঃ ইফতেখারুল আলম এর নেতৃত্বে বিসিজি স্টেশান হাতিয়া ও আউটপোস্ট মনপুরা কর্তৃক গতকাল শনিবার সন্ধ্যার দিকে ভোলা জেলার মনপুরা উপজেলার ও হাতিয়ার চর আতাউর এর দক্ষিণ পার্শ্বে অভিযান চালানো হয়। অভিযানে জলদস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অপহৃত জেলেদের হাত পাঁ বেধে বোটে ফেলে চলে যায়।
Leave a Reply