ফেনী প্রতিনিধি : ফেনী সদর মডেল থানায় কর্মরত গাড়ী চালক সৌরভ কান্তি সিংহ সোমবার সন্ধ্যা ৭টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন কর্মকর্তারা।
সৌরভ চট্টগ্রামের জোরালগঞ্জ থানার রতন কান্তি সিংহের ছেলে। তিনি ফেনী শহরের বাঁশপাড়া কোয়াটারে মল্লিক ভবনের সপ্তম তলায় শ্বশুড়ের বাসায় থাকাকালীন অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। শ্বশুড় বাড়ির লোকজন চিকিৎসার জন্য ফেনী থানায় নিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে থানা পুলিশ চিকিৎসার জন্য হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে হার্ট ফাউন্ডেশনের কর্তব্যরত ডাক্তার সৌরভ কান্তি কে মৃত ঘোষণা করেন।
সৌরভ কান্তির মৃত্যুতে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
সৌরভ কান্তি সিংহ স্ত্রী, এক সন্তান রেখে যান।
২০১৪ সালের ৯ সেপ্টেম্বর পুলিশের কনস্টেবল পদে যোগদান করেন সৌরভ কান্তি সিংহ।
Leave a Reply