কুষ্টিয়ার আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান হত্যায় ৫ জন আটক
আপডেট সময়:
বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
২২
দেখেছেন
ইয়ামান মাউন কুষ্টিয়া থেকে : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান হত্যায় এজাহারভূক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
বুধবার (গতকাল) দিবাগত রাতে র্যাব-১২ এর সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ভেড়ামারা উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত সোনা মালিথার ছেলে মিন্টু মালিথা (২৮), চাঁদপুর গ্রামের নজরুল মালিথার পুত্র রনি মালিথা (২৮), একই গ্রামের আব্দুল হামিদ ওরফে কটার দুই পুত্র জনি (২৮) ও ড্যানি (২৫) এবং একই গ্রামের মৃত জফো প্রামানিকের ছেলে জারমান প্রামানিক (৪০)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ড সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেয়া তথ্যানুসারে হত্যাকান্ডে ব্যবহৃত দুইটি অস্ত্র উদ্ধার করা হয়।
পূর্ব বিরোধের জের ধরে সিদ্দিকুর রহমানকে হত্যা করা হয় বলে ধারণা এলাকাবাসীর।
গত ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারার চাঁদগ্রামে, চন্ডিপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানকে হত্যা করা হয়।
এ ঘটনায় পরদিন শনিবার নিহতের ছোট ভাই এনামুল হক বাদী হয়ে ভেড়ামারা থানায় জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সস্পাদক আব্দুল আলীম স্বপন এবং তার ভাই ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ তপনকে প্রধান করে ২০ জনের নামে মামলা করেন।
Leave a Reply