1. masudkhan89@yahoo.com : admin :
  2. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  3. news.chardike24@gmail.com : চারদিকে ২৪.কম : রাইসা আক্তার
বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ০১:২৬ অপরাহ্ন

সালার ইতিহাস গড়ার দিনে লিভারপুলের আধা ডজন গোলের জয়

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮ দেখেছেন

স্পোর্টস রিপোর্টার: ইংলিশ প্রিমিয়ার লিগে গত কয়েকটা ম্যাচ দুর্দান্ত খেলেছে লিভারপুল। যার ধারাবাহিকতা দেখা গেল বুধবার রাতের ম্যাচেও।

বুধবার রাতে লিডস ইউনাইটেডকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছেন ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। লিগে এ নিয়ে টানা ৬ ম্যাচ জিতল মোহামেদ সালাহর দল।

ম্যাচে জোড়া গোল করেন সালাহ, একটি এসিস্টও ছিল সঙ্গে। এর মধ্য দিয়েই অনন্য এক রেকর্ড নিজের করে নিলেন অলরেডদের এই মিসরীয় তারকা।

ইংলিশ প্রিমিয়ার লিগে আফ্রিকান খেলোয়াড়দের মধ্যে এখন গোলে সর্বোচ্চ অবদানের রেকর্ড সালাহর (১৬০)। আইভরি কোস্ট কিংবদন্তি দিদিয়ের দ্রগবার (১৫৯) রেকর্ড ভাঙলেন তিনি।

আর এ রেকর্ড গড়তে চেলসির সাবেক স্ট্রাইকার থেকে ৭২ ম্যাচ কম খেলেছেন সালাহ।

ম্যাচে লিভারপুলের কাছে পাত্তাই পায়নি মার্সেলো বিয়েলসার লিডস।

৩৫ মিনিটের মধ্যে লিডসের জালে ৩ গোল জমা করে লিভারপুল। ১৫ ও ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সালাহ। ৩০ মিনিটে সালাহর পাস থেকে গোল পান মাতিপ।

৩-০ গোলেই বিরতিতে যায় দুদল।

বিরতির পর গোল তো শোধ করতে পারেইনি লিডস, উল্টো ম্যাচের শেষ ১৩ মিনিটে আরও তিন হজম করে।

৮০ ও ৯০ মিনিটে জোড়া গোল করেন অলরেডদের অন্যতম তারকা সাদিও মানে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে শেষ গোলটি ফন ডাইকের।

এ জয়ের পর ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে লিভারপুল। সমান ম্যাচ খেলে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ম্যানসিটি। এপ্রিলে সিটির মুখোমুখি হবে লিভারপুল।

0Shares

Leave a Reply

Your email address will not be published.

একই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Chardike24.com
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন