আজাদ ভূ্ঁইয়া, স্টাফ রিপোর্টার :নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র (নোবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষর ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর শূন্য আসন ভর্তির জন্য অপেক্ষমান তালিকা এবং বিভিন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সময়সূচি প্রকাশ করা হয়ছে। নোবিপ্রবি রেজিস্ট্রার (অ.দা) মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তির মাধ্যমে এ সময়সূচি প্রকাশ করা হয়।
এ, বি এবং সি গ্রুপের মেধাতালিকা থেকে যারা ইতোমধ্যো অনলাইন ভর্তি ফি প্রদান করেছেন, আসন খালি থাকা সাপেক্ষে কাগজপত্র জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া ২৬ ফেব্রুয়ারি ২০২২ সকাল ১০.০০টা থেকে বিকল ৫.০০টা পর্যন্ত হাজী ইদ্রিস অডিটারিয়ামে অনুষ্ঠিত হবে।
ডি, ই ও এফ গ্রুপের শিক্ষার্থী, যারা ইতোমধ্যে টাকা জমা দিয়েছেন তারা ২৭ ফেব্রুয়ারি ২০২২ ভর্তি হবেন। ভর্তির জন্য ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে এ, বি ও সি গ্রুপের শিক্ষার্থীরা ২৭ ফেব্রুয়ারি সকাল ১০.০০টা থেকেক বিকল ৫.০০টা পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটারিয়াম এ ভর্তি হতে পারবেন।
আসন খালি থাকা সাপেক্ষে ডি, ই, এফ গ্রুপ এবং বিভিন্ন কোটার শিক্ষার্থীরা ২৮ ফেব্রুয়ারি সকাল ১০.০০টা থেকে বিকাল ৫.০০টা পর্যন্ত হাজী ইদ্রিস অডিটোরিয়ামে ভর্তি হতে পারবেন।
শিক্ষার্থীদর বিশ্বিদ্যালয় ক্যাম্পাসে এসে উল্লেখিত তারিখে ভর্তি ফি, সনদ ও প্রয়াজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি সম্পন করতে হবে।
Leave a Reply