ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের সঙ্গে উচ্চ-পর্যায়ে আলোচনার জন্য প্রস্তত রাশিয়া। আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপের সময় এমন মন্তব্য করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রাশিয়ার সংবাদ সংস্থা তাস।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘রাশিয়া ইউক্রেনীয় পক্ষের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা করতে প্রস্তুত।’
এছাড়া চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি-এর রিপোর্টে বলা হয়েছে, ফোনালাপে শি ভ্লাদিমির পুতিনকে বলেছেন বেইজিং সংলাপের মাধ্যমে ইউক্রেন সংকট সমাধানের প্রচেষ্টায় মস্কোকে সমর্থন করে।
তবে এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনী অস্ত্র সমর্পণ করলেই কেবল আলোচনা সম্ভব।
এদিকে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার বলেছে, এখন পর্যন্ত সংঘাতে রাশিয়ার এক হাজারের বেশি সেনা নিহত হয়েছে।
Leave a Reply