স্টাফ রিপোর্টার: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই। দলের নিকট এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনে যাচ্ছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে না। এটা জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচনে প্রমাণ হয়েছে।
একই সঙ্গে নতুন নির্বাচন কমিশনের সদস্যরা সরকারের পছন্দের লোক দাবি করে তিনি বলেন, তারা সবাই আওয়ামী লীগের অনুগত। তাদের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি।
নির্বাচন কমিশন গঠনের পরিপ্রেক্ষিতে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি এবং এ দেশের জাগ্রত জনগণ আগেই জানতো আওয়ামী লীগ আর একটি পুতুল নির্বাচন কমিশন গঠন করবে এবং এ কমিশনেরও কাজ হবে পূর্ববর্তী কমিশনের মতো বিনা ভোটে আওয়ামী লীগের ক্ষমতা ধরে রাখার বিভিন্ন অপকৌশল আবিস্কার করা।
বিএনপি মহাসচিব বলেন, তবে এবার আর আওয়ামী লীগের কোন মৎলব সফল করতে সচেতন নাগরিক দেবে না।
Leave a Reply