জাহাঙ্গীরনগরে শুরু হলো নারী বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা
আপডেট সময়:
বুধবার, ২ মার্চ, ২০২২
৫৭
দেখেছেন
নিশাত তাসমিন: এটি সেই নিবেদিতা যে কিনা নারীকে অন্যন্যা করে ফুটিয়ে তুলেছেন সবার সামনে।সব নারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রতিটি নারী উদ্যাক্তাকে।
শুধু কি চাকরি করলেই নারীরা আত্ম নির্ভরশীল?
অনেকেই বলবেন হ্যাঁ অথবা আরও ৫-১০ বছর আগের কথা ভাবলেও তখন ও আমরা মেয়েদের আত্মনির্ভরশীলতা বলতে শুধু চাকরিকেই বুঝতাম।দিন বদলেছে, বদলেছে চিন্তা ভাবনা।নিজে চাইলেই ইচ্ছা শক্তি থেকে নিজের পছন্দসই কাজ দিয়েই এগিয়ে যেতে পারি বহুদূর। হতে পারি আত্মনির্ভরশীল।এখন অনেকেই ব্লগ করেন, রান্নাবিষয়ক টিপস ও ইউটিউবে এগিয়ে আছেন, যারা ঘুরতে পছন্দ করেন অনেকেই ট্রাভেলস ব্লগ করেন, নিজের লাইফস্টাইল ব্লগ করেন, কেউ কেউ অনেক বড় ফ্যাশন ডিজাইনার হিসাবে আছেন, কেউ আছেন কর্পোরেট লাইফে। এসবকিছুর মধ্যেই নারীর এগুলো করে এগিয়ে যাচ্ছেন দিন দিন। এসব থেকে ইনকাম ও যেমন হয় তেমনি শুনতে হয় কত কি পিছুটান কথা।সবকিছুকে তোয়াক্কা না করে ছুটে চলতে হচ্ছে সামনে দিকে।
নারীদের এসব কিছুকে সম্মান জানিয়ে নিবেদিতা থাকছেন নারীদের সঙ্গে। প্রতিটা নারীরই সফলতার পেছনে বহু গল্প আছে, যেগুলো সত্যগল্প কথা। নিবেদিতা আছেন সেইসব মানুষদের পাশে। আমরা বিশ্বাস করি বর্তমান সময়ে নারীর ক্ষমতায়ন ও অগ্রসরতা বহুগুণে বেড়েছে। নিবেদিতা (Nibedita) কাজ করছে নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা এবং সর্বোপরি নারীদের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা নিয়ে।
নারীর ক্ষমতায়ন ও আত্মউন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন আনিকা ইসলাম, ফাউন্ডার ও সিইও, নিবেদিতা। প্রথম আলো বন্ধুসভা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অতিথি হিসাবে এসেছিলেন আনিকা আপু ১ মার্চ রাত ৮টায়।
“নারী ক্ষমতায়ন না হওয়া পর্যন্ত দেশের বহনক্ষম উন্নয়ন অসম্ভব।”
আপুর এই মূল্যবান সময় এবং কথা থেকে আমরা নারীদের বিভিন্ন কাজ, প্রতিবন্ধকতা, উন্নয়ন, সফলতা এসবের গল্প শুনেছি। খুবই ভাল সময় কেটেছে এই সুন্দর সেশনে।
জাতীয় নারী বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা-২০২২ এর গিফট পার্টনার Nibedita-নিবেদিতা
Leave a Reply