1. masudkhan89@yahoo.com : admin :
  2. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  3. news.chardike24@gmail.com : চারদিকে ২৪.কম : রাইসা আক্তার

পাঠানের প্রথম ঝলক: উচ্ছ্বসিত শাহরুখ

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ১০৫ দেখেছেন
নহুন সিনেমায় এ ভাবেই পর্দায় সামনে আসবেন বলিউড বাদশাহ

শাহরুখ ভক্তদের দীর্ঘ  প্রতিক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল তার বহু প্রতীক্ষিত ছবি পাঠানের প্রথম ঝলক। উচ্ছ্বসিত শাহরুখ নিজের গলায় জানিয়েছেন কতটা খুশি তিনি এই ছবিতে অভিনয় করতে পেরে। তার সঙ্গে দর্শকদের আবেদন জানিয়েছেন ছবিটি হলে গিয়ে দেখার জন্য। তার নেই কোন ধর্ম নেই জাত, তিনি একজন সাধারণ নাগরিক। তার সমস্ত পরিচয় ধীরে ধীরে প্রকাশ্যে আনবেন বলে জানালেন অভিনেতা।

কথা চলছিল প্রায় বছর দুয়েক ধরে। উল্লেখ্য শেষ কয়েকটি ছবিতে তেমন সাফল্যের মুখ দেখতে পারেনি বলিউডের শাহেন শাহ শাহরুখ। তাই এবার নতুন কিছু এনে চমক দিতে চেয়েছেন তার দর্শকদের। প্রথমবার পরিচালক সিদ্ধান্ত আনন্দের সঙ্গে কাজ করছেন শাহরুখ। অন্যদিকে ওম শান্তি ওম , চেন্নাই এক্সপ্রেসের পরে ফের একসাথে জুটি বেঁধেছেন শাহরুখ-দীপিকা । তাদের নতুন রোমান্স দেখার জন্য উদগ্রীব হয়ে আছে দর্শকরা।

ছবিতে তাকে দেখা যাবে লম্বা চুল এবং দাঁড়িতে। শোনা যাচ্ছে গুপ্তচরের ভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি। যদিও এখনও এ ব্যাপারে প্রকাশ্যে মুখ খোলেননি বলিউড বাদশাহ। এদিন তিনি ইনস্টাগ্রামে ছবির ঝলক পোস্ট করে লিখেছেন জানি অনেকটা দেরি হয়ে গেল তবু এখন থেকে কাউন্টিং করা শুরু করুন। মনে রাখবেন তারিখটা হলো আগামী ২৫ জানুয়ারি ২০২৩। হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবে এই ছবি।

প্রসঙ্গত, এই ছবির মাধ্যমে চার বছর পর আবার বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান।

0Shares

Leave a Reply

Your email address will not be published.

একই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Chardike24.com
Site Customized By NewsTech.Com