পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে – মামুনুর রশিদ কিরণ এমপি।
আপডেট সময়:
রবিবার, ৬ মার্চ, ২০২২
২৬
দেখেছেন
আজাদ ভূ্ঁইয়া, স্টাফ রিপোর্টার : নোয়াখালী -৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন বলেছেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধূলাও করতে হবে। খেলাধুলা শরীর সুস্থ রাখে এবং মনও ভালো রাখে। এটি শারীরিক সুস্থতা ও মনের প্রশান্তির খোরাক।
তিনি গতকাল নোয়াখালীর বাণিজ্যিক নগরী চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযাগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেমসিন আক্তার, সহ- সাধারণ সম্পাদক এডভোকেট আক্তারুজ্জামান আনসারী, উপজেলা ভাইস চয়ারম্যান নুর হোসেন মাসুদ, প্রধান শিক্ষিক মাহবুবুর রশীদ তারেক, পৌরসভার কাউন্সিলর রানা চৌধুরী, চেয়ারম্যান আবেদ সাইফুল কালাম, সাংবাদিক আজাদ ভূ্ঁইয়া, সাংবাদিক মানিক ভূঁইয়া প্রমুখ।
বিকেলে (শনিবার) বিজয়ী শিক্ষার্থীদর হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি।
Leave a Reply