রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর নালন শাহ মুক্ত মঞ্চে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধন হয়েছে।
টুর্নামেন্ট উদ্বোধনকালে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর ক্ষুদে ক্রিকেটারদের বিকাশে তার সব ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে। তাঁর মেয়াদে আরও দুটি খেলার মাঠ নির্মানে অঙ্গীকার করেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট সহ আরও অনেকে।
প্রসঙ্গত, টুর্নামেন্টে রাজশাহী শহরের ৩২ টি স্কুল অংশগ্রহণ করেছে। চ্যাম্পিয়ন দল পাবে এক লাখ টাকা এবং রানার আপ দল ৫০ হাজার টাকা।
Leave a Reply