রাজশাহী প্রতিনিধি: আলোচনা সভা ও র্যালরি মধ্যদিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঐতহাসিক ৭ ই মার্চ উৎযাপন করা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন সিনেট ভবনের সামনে থেকে একটি র্যালি বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে।
বঙ্গবন্ধু শেখ মুজিব হলে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন। সিনেট ভবনের আলোচনা সভায় বক্তৃতা করেন রাবি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও প্রফেসর সুলতান উল ইসলাম প্রমুখ। আলোচকগণ ৭ মার্চের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, ৭ মার্চের অমিত সাহস যুগে যুগে সংগ্রামীদের উদ্দীপ্ত ও অনুপ্রাণিত করবে। নতুন প্রজন্মের প্রতি ৭ মার্চের ভাষণ শোনার আহ্বান জানান বক্তারা।
Leave a Reply