জহিরুল হক মিলন: এ বছর নিকটতম আত্মীয়রা ওমরাহ হজ্ব পালনে যাওয়ার প্রস্তুতি নিলেও অর্থ সংকটে যাওয়া হচ্ছিল না ফেনীর ছাগলনাইয়ার এক বয়োবৃদ্ধ নারীর।
ফলে পূরণ হচ্ছিলনা তার দীর্ঘদিনের ওমরাহ পালনের লালিত স্বপ্ন। দীর্ঘদিনের চেষ্টায় পবিত্র ওমরাহ পালনের জন্য কিছু অর্থ সঞ্চয় করলেও তা মূল খরচের তুলনায় যৎসামান্য।
অবশেষে নিজের অসহায়ত্ব নিয়ে কিছু অর্থ সহায়তার জন্য সেই নারী ছুটে গেলেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের কাছে।
জানালেন প্রবল আগ্রহ আর সংকটের কথা।
আর মায়ের বয়সী সেই নারীর সকল আক্ষেপের কথা মন দিয়ে শুনতে শুরু করলেন চেয়ারম্যান সোহেল চৌধুরী। অতঃপর কিছু অর্থ সহায়তা নয় বরং তৎক্ষনাত সেই বয়োবৃদ্ধ নারীকে সম্পূর্ণ নিজ খরচে ওমরাহ হজ্ব করাবেন বলে ঘোষণা দেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী। তিনি ঘোষণা দেন সম্পন্ন তার খরচে বয়োবৃদ্ধ সেই নারী পবিত্র কাবা শরিফ, সাফা-মারওয়া সহ মদিনা মুনাওয়ারায় রাসুলুল্লাহ (সা.)-এর রওজা শরিফ জিয়ারত করবেন।
এবং যেই কথা সেই কাজ, তাৎক্ষণিক সেই নারীর পাসপোর্ট বুঝে নিয়ে দ্রুত সময়ে ওমরাহ পালনের সকল কার্যক্রম সম্পন্ন করে দ্রুত সময়ে তাকে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করতে স্থানীয় এক ট্রাভেলস এজেন্সিকে দায়িত্ব দেন তিনি।
Leave a Reply